সন্দীপন ধর

সন্দীপন ধর একই সঙ্গে শিশু ও বিজ্ঞান। তার মতো বিজ্ঞানমনষ্ক মানুষ যেমন কম দেখা যায় তেমনি শিশুপ্রেমী মানুষও কম দেখা যায়। বিজ্ঞানকে মানুষের মাঝে বিশেষ করে শিশুদের মাঝে জনপ্রিয় করে তুলতে তার অক্লান্ত চেষ্টা। আর লেখালেখির ক্ষেত্রেও তিনি বিজ্ঞানীর মতো অনুসন্ধান প্রেমী আবার শিশুর মতো কৌতুহলী ও আকর্ষনীয়। ভারত সকারের গুরুত্বপূর্ণে পদে কাজ করেছেন। বিজ্ঞানের পাশাপাশি কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ- মোদ্দা কথায় সাহিত্যের নানাক্ষেত্রেও তিনি বিচরণ করেন সাবলীল লীলায়।

মা : সান্তনা ধর
বাবা : নিশিথ ধর
শখ : বিজ্ঞান সাধন
পেশা : অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা
শিক্ষা : পিএইচডি অন অ্যাস্ট্রো ফিজিক্স
জন্ম : ২৮ নভেম্বর ১৯৬৪
সন্দীপন ধর এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use